Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় হত্যা মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন


বাংলার নেত্র প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ / ৮০
নেত্রকোণায় হত্যা মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণার আটপাড়ায় হত্যার মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দেওয়া অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে নেত্রকোনায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই উপজেলার পাহাড়পুরে কৃষক হত্যাকাণ্ডের বাদী শামীম জাহান মিঠু। শহরের কুরপাড় এলাকায় সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন তিনি।

শামীম জাহান মিঠু বলেন, আটপাড়া উপজেলার পাহাড়পুর এলাকায় গত বছরের ১২ আগস্ট আমার চাচা আব্দুল লতিফ(৫৫)কে পূর্ব বিরোধের জেরে প্রতি পক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে হাসমত উল্লাহ ও তার লোকজন। ওই ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করি। হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে এসে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। মামলার বেশ কয়েকজন এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে কোন তৎপরতা নেই পুলিশের। মামলার প্রধান আসামি হাসমত উল্লাহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মামলায় কিছুদিন জেল খেটে বের হলেও তিনি কর্মস্থল থেকে বরখাস্ত হননি।

তিনি আরও অভিযোগ করেন, আসামিরা উল্টো আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা করছে। প্রধান আসামিকে বরখাস্ত করতে শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেসব আসামি আমাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন,ওই মামলার একজন আসামি আলম পলাতক অবস্থায় আছে। বাকী সবাই আদালতে হাজির হয়ে জামিনে আছেন। পলাতক আসামি ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। আসামি না পাওয়া গেলে চার্জশিট দিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, জেলার আটপাড়া উপজেলার পাহাড়পুর পশ্চিমপাড়া এলাকায় গত বছরের ১২ আগস্ট আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাতিজা শামীম জাহান মিঠু বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে একই গ্রামের হাসমত উল্লাহ, আলম মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর