নেত্রকোনায় নিজ বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
বাংলার নেত্র
প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ /
৬৪
বিশেষ প্রতিনিধি. নেত্রকোনা জেলা শহরের আরামবাগ এলাকা থেকে গলায় গামছা প্যাঁচানো মাজেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ
নিহত মাজেদা খাতুন নেত্রকোনা পৌর শহরের আরামবাগ এলাকার বাসিন্দা মৃত আরজান আলীর স্ত্রী।
পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাজেদা খাতুনের স্বামী আরজান আলী জেলা তথ্য অফিসে কর্মরত অবস্থায় ৫ বছর আগে মারা যান। তাদের তিন কন্যা সন্তান বিয়ের পর শ্বশুর বাড়িতে বসবাস করছেন। পৌর শহরের আরামবাগ এলাকার নিজ বাসায় তিনি একা বসবাস করতেন। আজ বৃহস্পতিবার থেকে মাজেদা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় মেয়ে ইতি আক্তার। পরে খোঁজ নিতে শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে স্বামীকে নিয়ে আরামবাগ বাসায় আসেন তিনি। বাসায় দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে বিছানায় মাজেদা খাতুনের গলায় গামছা প্যাঁচানো মরদেহ দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন আসেন। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
পরিবারের লোকজন আশংকা, চুরির উদ্যেশ্যে মাজেদা খাতুনকে খুন করে তার মোবাইল ফোনসহ আলমারি ভেঙে স্বর্ণলঙ্কার ও টাকা পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর রহস্য উদঘাটনের দাবি জানান পরিবারের সদস্যরা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :