Banglarnetro
Dr. Neem Hakim

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে আসা আসামী নেত্রকোণায় গ্রেপ্তার 


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ / ৪৭
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে আসা আসামী নেত্রকোণায় গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার. ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে আসা দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোণার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২ টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা গ্রামে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪-এর একটি দল।

গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।

র‍্যাব সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় করা একটি দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় ওই দিন সকালে ঢাকার জজকোর্ট হাজতখানা থেকে শহিদুলসহ অন্যান্য আসামিকে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে আসার পর শহিদুল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ পলাতক শহিদুলকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে নেত্রকোনার কলমাকান্দায় শহিদুলের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা সামসুজ্জামান আরও জানান, গ্রেপ্তার শহিদুলকে ঢাকার (ডিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর