আটপাড়া প্রতিনিধি: “স্ট্যান্ড ফর এনআইডি” সেভ এন আই ডি- প্রোটেক্ট ভোটার লিস্ট-এনসিওর ডেমোক্রেসি,প্রতিপাদ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশের মতো নেত্রকোণার আটপাড়ায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আটপাড়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফখরুজ্জামানে নেতৃত্বে উক্ত কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকরা এতে অংশগ্রহণ করেন।
নির্বাচন কর্মকর্তা জানান, এ কর্মসূচি প্রাথমিকভাবে নির্বাচন কমিশন হস্তান্তরের প্রেক্ষাপটে নয়টি বিষয় নিয়ে আলোচনা বা চিঠির মাধ্যমে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। ভোটার তালিকা ও এন আই ডি একই সূত্রে গাঁথা। আলাদা করলে গ্রাহকরা ভোগান্তি পোহাতে হবে। তাই এ দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পরবর্তীতে এসোসিয়েশনের আরো প্রয়োজন মনে করলে তাদের ঘোষণা অনুযায়ী পরবর্তীতে কর্মসূচি করা হবে বলেও জানান।
এসময় সকাল ১১টা হতে ১টা পর্যন্ত নির্বাচন অফিসের সকল সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
আপনার মতামত লিখুন :