Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত 


বাংলার নেত্র প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ / ৪৫
নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত 
বিশেষ প্রতিনিধি. “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে  নেত্রকোনায় আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা পাবলিক হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে এই সমাবেশ করা হয়।
জেলার পূর্বধলা উপজেলার জারিয়াস্থ ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম সিকদারের সভাপতিত্বে মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্ত রিমি ফিরদৌসীর সঞ্চালনায় জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ময়মনসিংহের জেলা কমান্ড্যান্ট মোঃ রবিউল ইসলাম, বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন, মদন উপজেলার প্রশিক্ষক জাহিদুল ইসলাম, পূর্বধলা উপজেলার ভিডিপি সদস্য মারুফ তালুকদার, মদন পৌরসভার ৪ নং ওয়ার্ডের দল নেতা জসিম উদ্দিন, রৌহা ইউনিয়নের দল নেতা শরীফা আক্তার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী, এই বাহিনীর সদস্য সংখ্যা ৪১ লাখ। এই বাহিনীর সদস্যরা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আরো আন্তরিকতা সহিত পালন করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ ২৮ জন আনসার সদস্যকে সাইকেল, ৪ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৪০ জনকে ছাতা প্রদান করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর