Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আলোচনা


বাংলার নেত্র প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ / ১৯
নেত্রকোণায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আলোচনা

বিশেষ প্রতিনিধি. তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবিতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আলোচনা সভা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফিরোজ উদ্দিন, প্রধান আলোচক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (লিটন), বিশেষ অতিথি সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ জেলার শিক্ষক নেতৃবৃন্দ।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দগণ জানান, তৎকালীন সরকার ৯ই জানুয়ারি ২০১৩ সালে সারাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু সেই সময় সারাদেশে ৩০ হাজার ৩৫২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ২৬ হাজার ৯৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। ফলে সারাদেশে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পরে।

তারা আরো বলেন, সেই সময় সকল শর্ত পূরণ করা প্রায় ১ হাজার ৩০০টি বিদ্যালয় জাতীকরণের জন্য উপজেলা ও জেলা যাচাই-বাছাই এবং ৫০৬ টি বিদ্যালয় জাতীয় টাস্কফোর্স কমিটি জাতীয়করণের জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেন। যা এখনো মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। এমতাবস্থায় এই বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয়ভাবে মানববন্ধন, সংবাদিক সম্মেলন এবং স্বারকলিপির মাধ্যমে দাবিগুলো তুলে ধরা হয়।

পরবর্তীতে ২০১৮ সালে ১৮ দিন আন্দোলনের পর ২০ ফেব্রুয়ারি ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য চিঠি প্রদান করা হয়। কিন্তু সাবেক মন্ত্রী ও আমলাদের দলীয়করণ ও গাফলতির কারণে বিদ্যালয়গুলো জাতীয়করণের মুখ দেখেনি।
পরবর্তীতে আবারও ২০১৯ সালে ৫৬ দিন প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালনরত অবস্থায় একজন শিক্ষক শাহদাৎ বরণ করেন। ২০২১ সালে পুলিশের টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও গুলির মুখে ২ দিন অবস্থান করি। ২০২২ সালে ১৭ দিন, ২০২৩ সালে ১৮ দিন, ২০২৪ সালে ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করি।
সর্বশেষ ২০২৪ সালে ২০ আগষ্ট থেকে ২৩ আগষ্ট পর্যন্ত ৩ দিন সচিবালয়ের ২য় গেটে অনসন কর্মসূচি পালন করা হয়। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা পিএস/সচিব ৩ দিনের সময় নিয়ে জাতীয়করণ ও রেজিস্ট্রেশন ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করতে বলেন।

তাদের সম্মানে শিক্ষকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে এবং পরবর্তীতে ২৭ আগষ্ট ২০২৪ তারিখে পুনঃরায় কর্মসূচি ঘোষণা করে। কিছু আনসারদের রাষ্ট্রীয় সম্পদে বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ও আপনাদের প্রতি সম্মান জানিয়ে পূর্ব ঘোষিত ২৭ আগষ্ট ২০২৪ তারিখের কর্মসূচি স্থগিত করে। পরবর্তী ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রেসক্লাবে ৩ দিন অবস্থান কর্মসূচি পালন করে। পরবর্তিতে ২০২৫ সনের ২৫ শে জানুয়ারি থেকে ২৭ শে জানুয়ারি টানা তিন দিন অবস্থান কর্মসূচি চলাকালে ২৭ শে জানুয়ারি পুলিশের সহায়তায় আমাদের ৫ জন শিক্ষক প্রতিনিধি পুলিশের গাড়ি দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তখন সেখান থেকে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির রহমান তিনি বলেছিলেন, আগামী সাত কর্ম দিবসের মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাওয়া পাওয়া বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন। বৈষম্যের শিকার বেসরকারি সকল শিক্ষকরা এর দ্রুত বাস্তবায়ন চায়।

 

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর