Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় দৈনিক সংগ্রামের জয়ন্তীতে আলোচনা সভা


বাংলার নেত্র প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ / ১১
নেত্রকোণায় দৈনিক সংগ্রামের জয়ন্তীতে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: শনিবার বেলা ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সংগ্রামের সিনিয়র সাংবাদিক দিলওয়ার খানের সভাপতিত্বে নেত্রকোণা জার্নালের সম্পাদক মুহা. জহিরুল ইসলাম অসীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার স্থানীয় সরকারের উপ পরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ক্রাইম ও মিডিয়া) লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জেলা চেম্বার অব সমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও খালিয়াজুরী উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি এম. মুখলেছুর রহমান খান, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা শাখা সভাপতি কামাল উদ্দিন, সাপ্তাহিক কৃষকের বাণীর সম্পাদক আলী আমজাদ, নেত্রকোণা পৌর বিএনপির সভাপতি কামরুল হক, এডাবের সভাপতি এস এম মজিবর, সেক্রেটারি কে এম এ জামি, কবি তানভীর জাহান চৌধুরী, কবি এনামুল হক পলাশ, সাংবাদিক সঞ্জয় সরকার, প্রকৌশলী শেখ জামাল আবীর, চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও জেলা সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা প্রতিনিধি মো: ফাহিম রহমান খান পাঠান, রাফায়েল হাসান সৌরভ, রফিকুল ইসলাম শুভ। অনুষ্ঠানে বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ সংগ্রামের পথচলাকে স্মরণ করে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর