বিশেষ প্রতিনিধি. নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি রায় ওরফে সজলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কুড়পাড় এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পশ্চিম তাকে গ্রেপ্তার করে।
মৃণাল কান্তি রায় শহরের সাতপাই কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
আওয়ামী লীগ দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার বিকেল এ পর্যন্ত নেত্রকোনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৪৮টি রাজনৈতিক মামলা হয়।
এরমধ্যে গত ২ সেপ্টেম্বর শহরের কুড়পাড় এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদুল্লাহ বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি রায়সহ ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। আজ বৃহস্পতিবার আসামি মৃণাল কান্তি রায়কে ডিবি পুলিশ (পশ্চিম) গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে মৃণাল কান্তি রায়কে কুড়পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গত ২ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আপনার মতামত লিখুন :