গৌরীপুর প্রতিনিধি : ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ প্রতিপাদ্য নিয়ে এগিয়ে যাওয়া দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর/২০২৪) মানবিক ও মাদকবিরোধী কার্যক্রমের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ জানান, আমি একজন স্বজন হিসাবে গর্ববোধ করি। সত্যিই আমি বিস্মৃত এ সংগঠন এতো আয়োজন কিভাবে করে! ফল উৎসব, নবান্ন উৎসব, পহেলা বৈশাখ উদযাপন, বিজয় উৎসব, কতো আয়োজন! সারা বছর মাদকবিরোধী, বাল্যবিয়ে বিরোধী, দুর্নীতি বিরোধীও কার্যক্রম করেছে। আমি মুগ্ধ, আজীবন এমন একজন স্বজন হয়ে থাকতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা আব্দুল গফুর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, সহসম্পাদক শেখ বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, রিপোর্টার্স ক্লাবের সাবেক সহভাপতি মহসিন মাহমুদ শাহ, সাংবাদিক মো. হুমায়ুন কবীর, শামীম আলভী, আব্দুর রউফ দুদু, খোকন, মাহফুজুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বজন এম এ বাশার ঝুলন, তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ। ইউএনও মোহাম্মদ শাকিল আহমেদ স্বজনদের সঙ্গে বন্যাদূর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, পথের বুড়িকে স্কুল মাঠের আঙিনায় ঘর নির্মাণ, ৬জন ভিক্ষুককে পুন:বার্সনে সহযোগিতা প্রদান, তাল বীজ রোপনসহ বিভিন্ন কর্মসূচীতে সপ্রণোদিতভাবে অংশ নেন।
আপনার মতামত লিখুন :