গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে সোমবার ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে মানববন্ধন কর্মসূচী, সেরা সততা সংঘকে পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। মূখ্য আলোচক ছিলেন গৌরীপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শিপন আহাম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোহাম্মদ হারুন অর রশিদ, দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা প্রমুখ।
আপনার মতামত লিখুন :