Banglarnetro
Dr. Neem Hakim

গৌরীপুরে গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ /
গৌরীপুরে গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া বাজারে বুধবার (২৭ নভেম্বর/২৪) বিকালে অগ্নিকাণ্ডে একটি অবৈধ তেলের গোডাউন, ৩টি বাড়ি, একটি রাইস মিল ও হার্ডওয়ার দোকান ভস্মিভূতি হয়েছে। খবর পেয়ে গৌরীপুর ও ঈশ^রগঞ্জ থেকে ৩টি ইউনিট প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসা ও দোকান ঘরের মালিক ডৌহাখলা ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কদ্দুস জানান, নিজের ৩৫লাখ টাকা মূল্যের বাড়িসহ সবমিলে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন, তাঁতকুড়া গ্রামের মতিউর রহমানের পুত্র তানিমের অবৈধ তেলের গোডাউন, প্রবাসী আব্দুল হান্নানের বাড়ি, এনজিও কর্মকর্তা মো. শহিদুল ইসলামের বাসা, আব্দুর রশিদের রাইসমেইল, শহিদুল ইসলামের হার্ডওয়ার দোকান। গৌরীপুর ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. শাহিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তেলের গোডাউনের কোনো অনুমোদন ছিলো না। অবৈধভাবে মজুমদকৃত এ তেলের গোডাউন সম্পর্কে আগে জানা ছিলো না। উধ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসবেন তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃতপক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর