Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত


বাংলার নেত্র প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ / ১০৩
নেত্রকোণায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত

তানজিলা আক্তার রুবি: নেত্রকোণা জেলা বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও বাছাই অনুষ্ঠিত হয়েছে।জেলা ক্রীড়া অফিস নেত্রকোণার আয়োজনে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়াপঞ্জি মোতাবেক এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

শনিবার সকাল সাড়ে ৯ টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলার ১০ উপজেলার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও ক্রীড়া একাডেমির মোট ২৭৬ জন বালক অংশগ্রহণে এই প্রতিযোগিতা ও বাছাই কার্যক্রম অংশ নেয়।

নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সদস্য মোঃ আবুল কাশেম, হেদায়েতুল্লাহ রুমিন।আরো উপস্থিত ছিলেন জেলা রেফারী শাহানুল কবীর মুন্না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার হিসেবে ট্রফি, মেডেল বিতরণ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর