বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা এবং আনন্দ উৎসব অনুষ্ঠিত। পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় গত বৃহস্পতিবার ১০ টায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে ৮০ জন বালক ও বালিকাদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা সমাজসেবা অফিসার ইউনুস রহমান,বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র বিশ্ব শর্মাসহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। স্থানীয়দের উপস্থিতিতে প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :