Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ / ৩৫
নেত্রকোণায় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

বিশেষ প্রতিনিধি. ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন করা হয়। বুধবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসমাশিস জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল হক মানিক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রাণী সরকার, বাসমাশিস ময়মনসিংহ অঞ্চলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আল মামুন, সদস্য মুহাম্মদ খায়রুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম শাহিন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম রাশেদ প্রমুখ।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় শিক্ষা ভবনের সামনে ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে সরকারি বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২০/২৫ জন সহকারী শিক্ষকদের ওপর হামলা চালান সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে চাকরি বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করার জন্য জোর দাবি জানানো হয়।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর