Banglarnetro
Dr. Neem Hakim

ফেনীতে বন্যা কবলিত মানুষের জন্য তরুণদের প্রশংসনীয় উদ্যোগ


বাংলার নেত্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ / ২৩৩
ফেনীতে বন্যা কবলিত মানুষের জন্য তরুণদের প্রশংসনীয় উদ্যোগ

স্টাফ রিপোর্টার: ফেনীতে ক্রমেই ঘরবাড়ি রাস্তাঘাট স্বাভাবিক হচ্ছিল। পানিবন্দি মানুষের পাশে খাবার সামগ্রি নিয়ে উপস্থিত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ ছাত্র জনতা। সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে নেত্রকোণার কয়েকজন স্বেচ্ছাসেবী ১০ লক্ষাধিক টাকার খাবার সামগ্রি বিতরণ করে। এরপর চলতি সপ্তাহে ওই সব এলাকায় ১৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তৈরি করে দেয়।


গত ২৬ আগস্ট ২ অক্টোবর সপ্তাহব্যপী ফেনী দাগুনভূঞা উপজেলায় ১৩শত পরিবারের কাছে মুদি বাজার এবং শুকনা খাবার প্যাকেজ উপহার হিসেবে পৌঁছে দেয় কিছু উদ্যমী তরুণ। ৪৮০০ বোতল ২ লিটার বিশুদ্ধ পানি বিতরণ, ৩০০০ পিস নতুন কাপড়,১৩শত পিচ স্যানেটারি নেপকিন,৫১৫ জনেকে চিকিৎসাসেবা ও ঔষুধ সেবা প্রদান করা হয়। বিতরণ করা পণ্যের বাজার মূল্য ১০ লাখ ২০ হাজার ৫৪৯ টাকা।

স্বেচ্ছাসেবীরা ফেনী দাগুনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকার আজিজুল্লাহ মাস্টার বাড়ির আনোয়ার জাহিদ ওমি’র বাড়িতে থেকে এম.এইচ.জনি’র নেতৃত্বে শাহ ইফতিকার আলম রোদ্র, কৌশিক আহম্মেদ সহ ১৮ জন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেন। ওই এলাকার খুশিপুর, আহম্মদপুর, বালীগাও, উত্তর জয়লস্কর, আলমপুর, নেওয়াজপুর, দক্ষিণ জয়লস্কর,হিরাপুর , চানপুর, প্রতাপপুর।

স্বেচ্ছাসেবী এম.এইচ.জনি বলেন, সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে নেত্রকোণার ১৮ জন স্বেচ্ছাসেবী ১০ লক্ষাধিক টাকার খাবার সামগ্রি বিতরণ করে। এরপর চলতি সপ্তাহে ওই সব এলাকায় ১৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তৈরি করে দেয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর