Banglarnetro
Dr. Neem Hakim

ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ / ১৬
ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস

বিশেষ প্রতিনিধি: অবশেষে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস। ফিতা কেটে উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সেনাবাহিনীর এইট-ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সহ বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার বিকেলে নেত্রকোণা শহরের নাগড়া এলাকার বিআরটিসি বাস টার্মিনালে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

সড়কটিতে এখন থেকে মোট ছয়টি বাস চলাচল করবে। ময়মনসিংহ থেকে নেত্রকোণা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। আর শিক্ষার্থীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। যাত্রীর চাপ বাড়লে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোণা-ময়মনসিংহ আন্তজেলা সড়কে বাস সার্ভিস ছিল খুবই নিম্নমানের। সড়কটিতে বিআরটিসি বাস সার্ভিস চালুর জন্য ২০১৯ সালে আন্দোলন শুরু হলেও সিন্ডিকেটের কারণে বাস সার্ভিস চালু হয়নি। সরকার পরিবর্তনের পর ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে।

নেত্রকোণা সদর এলাকার বাসিন্দা সোমাইয়া আক্তার মিতু বলেন, ২০১৯ সাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়। কিন্তু সিন্ডিকেটের কারণে সে সময় আন্দোলন সফল হয়নি, বাস সার্ভিস চালু হয়নি। সরকার পরিবর্তনের পর গত রোববার জেলা প্রশাসন ও মালিক সমিতির সঙ্গে আলাপ শেষে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত হওয়ায় ছাত্র-জনতা খুশি।’

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী তানভির আহমেদ বলেন, নেত্রকোণার মানুষকে নানা প্রয়োজনে ময়মনসিংহে আসতে হয়। বাস সার্ভিস খারাপ হওয়ায় অনেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে আসেন। এতে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় দুর্ঘটনা কমার পাশাপাশি মানুষের দুর্ভোগ কমবে। তিনি আরও বলেন, সড়কে বাসগুলো ৮৫ টাকা ভাড়া নিলেও বিআরটিসি ৬০ টাকা নিচ্ছে।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসি বাস সার্ভিসটি চালু করা হয়েছে। এর মাধ্যমে দুই জেলার মানুষই উপকৃত হবে। কোনো সিন্ডিকেটের কবলে পড়ে এটি যেন বন্ধ না হয়, সেদিকেও নজর রাখবে প্রশাসন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর