বিশেষ প্রতিনিধি. নেত্রকোণার পূর্বধলার জারিয়া বালুরঘাট থেকে অবৈধভাবে উত্তোলন করে নেওয়ার সময় বালুবাহী ১০ ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী। জেলার সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা।
বিশেষ সূত্রে জানায়, জেলার পূর্বধলা সেনা ক্যাম্পের টহল দল ঘটনাস্থল থেকে বালুভর্তি ১৩টি ট্রাক জব্দ করে। জব্দ করা ট্রাকের কাগজপত্র যাচাই করে ৩টি ট্রাকের কাগজপত্র বৈধ থাকায় ছেড়ে দেওয়া হয়। অবৈধভাবে উত্তোলন করা বালি ভর্তি ১০টি ট্রাক সেনা টহলের তত্ত্বাবধানে পূর্বধলা সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ বালু নিলামে বিক্রি করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তপন কুমার আচার্য্য পূর্বধলায় উন্মুক্ত নিলাম পরিচালনা করেন। সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত ডাকে অংশগ্রহণকারী মোহাম্মদ জুলহাস মিয়ার কাছে দুই লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি করা হয়। অবৈধবালু বিক্রয়ের অর্থ ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সরকারি কোষাগারে জমা করা হয়।
এলাকাবাসী সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এসব বালু প্রতি রাতে ১০ থেকে ১৫টি ট্রাকে করে বিভিন্নভাবে পাচার করে আসছে। এর আগে দুর্গাপুরের ঝাঞ্জাইল ঘাটেও সেনাবাহিনীর দুর্গাপুর ক্যাম্প অভিযান পরিচালনা করে। পরে ৫ লক্ষ ২৫ হাজার টাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উন্মুক্ত ডাকে বিক্রি করে টাকা সরকারি কোষাগরে জমা করে। সেনাবাহিনীর সদস্যরা জানায়, দেশের সম্পদ রক্ষায় তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :