Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় বিএনপির অবস্থান কর্মসূচী ছাত্রদলের বিক্ষোভ


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ / ২১
নেত্রকোণায় বিএনপির অবস্থান কর্মসূচী ছাত্রদলের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে বুধবার বিকেলে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক আনোয়ারুল হক, সদস্য সচিব ডক্টর মো. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান ওরফে রনি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুবু চৌধুরী প্রমুখ।

এদিকে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পরে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুবু চৌধুরীসহ সংগঠনের নেতাকর্মীরা।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর