Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোণায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৪, ৭:১১ অপরাহ্ণ / ৪৯
নেত্রকোণায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রির্পোটার: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনে সড়কে নেত্রকোণা সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

প্রায় আধা ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, জিয়া পরিষদ জেলা কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী মুন্নার সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপি নেতা সানাউল হক, জেলা জাসাসের সাবেক সভাপতি তানভীর জাহান চৌধুরী, যুবদল নেতা ফারদিন চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি রায়হান ফরাস, ছাত্রদল নেতা ফয়সাল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকুরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। তাকে গ্রেনেট হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে রাখা হচ্ছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হচ্ছে। এসব পরিহার করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে কারাগারে রয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলায় তাকে মৃতুদণ্ড দেন আদালত। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলাও তিনি ফাঁসির আসামি। জ্ঞাতআয় বহির্ভূত মামলায় তাকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়।

রাজনীতি বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর