Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ গোষ্টির অধিকার নিয়ে কর্মশালা


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ / ২৬
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ গোষ্টির অধিকার নিয়ে কর্মশালা

দুর্গাপুর প্রতিনিধি. নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ গোষ্টির সাংবিধানিক অধিকার বিষয়ক এক কর্মশালা অনু্ষ্িঠত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে কানাডিয়ান হাই কমিশন ইন বাংলাদেশ এর সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

“সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার উন্নয়নে আদিবাসী সংগঠনের সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায় উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান আনছারী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এডভোকেট মানেশ চন্দ্র সাহা, দুর্গাপুর আদিবাসী ইউনিয়ন সংগঠনের উপদেষ্টা আলকাছ উদ্দিন মীর, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেস গৌড়, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার প্রমুখ। এছাড়া উক্ত কর্মশালায় দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়ন এবং কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের আদিবাসী নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় আদিবাসী নেতারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাহাড়ী ক্ষুদ্র নৃ গোষ্টির ভুমিকাও কম ছিলনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই। আমরা আমাদের অধিকার চাই। আমদের জন্ম থেকে শিক্ষা ও কর্মজীবনে প্রতিনিয়তই ব্যপক প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হতে হয়, যা মানুষ হিসেবে চরম বেদনাদায়ক। আমরা আমাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের বঞ্চিত রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের অধিকার নিশ্চিত করুন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর