Banglarnetro
Dr. Neem Hakim

দুর্গাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ / ২৯
দুর্গাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্গাপুর প্রতিনিধি. সারা দেশে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ,নিহতদের বিচার ও কোটা সংস্কারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে বিক্ষোভ করেছে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে তারা উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে জড়ো হয়ে সেখানে থেকে মিছিল নিয়ে শহরের প্রেসক্লাব মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বিক্ষোভে শিক্ষার্থীরা “কোটা না মেধা”,”আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না” স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারা বলেন,”আমরা অধিকার চাইতে গিয়ে হয়ে গেলাম রাজাকার। আমাদের ভাইদের রক্ত ঝরানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই,কোটা প্রথার সংস্কার চাই।”

এই সময় শিক্ষার্থীরা আরো বলেন,সরকার দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা কোটা সংস্কার চাই। মেধা দিয়ে সমাজ গড়তে চাই। আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর