Banglarnetro
Dr. Neem Hakim

নেত্রকোনায় মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন


বাংলার নেত্র প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ১১:২০ অপরাহ্ণ / ৪৫
নেত্রকোনায় মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি. ‘স্বাধীনতার চেতনা, লুন্ঠিত হতে দিবনা’ মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা লুন্ঠিত করার প্রতিবাদে নেত্রকোনায় সোমবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এতে উদীচী সহ আওয়ামী লীগের নেতা, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও বিভিন্ন সমমনা সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে।

মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক ও আওয়ামীলীগ নেতা সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সুশাসনের জন্য নাগরিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আনোয়ার জহির লিটন, অধ্যাপক নাজমুল হাসান, প্রভাষক পল্লব চক্রবর্তী, এনজিও কর্মী সমাজ উন্নয়ন কর্মী মিনাল কান্তি, উদীচীর সভাপতি সম্পাদকসহ সকল সংগঠনের নেতারা ছাত্রদের এবং অভিভাবকদের খুঁজে বের করে নিজ নিজ এলাকায় শাস্তির আওতায় আনতে বক্তব্য রাখেন।

এসময় কোটা প্রথা সংস্কারের নামে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করা থেকে বিরুত থেকে সাধারণ শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। বিভিন্ন স্লোগানের সাথে আরও যুক্ত করা হয়েছে ‘ যে বলে সে রাজাকার, এই পরিচয়টা লজ্জার’।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর